জৈন্তা বার্তা ডেস্ক
জুন / ২১ / ২০২১
১২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ / ২৫ / ২০২৩
০৮:৫০ অপরাহ্ন
7604
Sharesআবারও আলোচনায় শফি আহমদ চৌধুরী । সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও সদ্য বহিস্কৃত বিএনপি নেতা শফি আহমদ চৌধুরী বারবার আলোচনায় আসছেন। আবারও তিনি জামাতকে নিয়ে বিস্ফোরকপূর্ণ মন্তব্য করে উঠে আসলেন আলোচনায়।
বিএনপি থেকে বহিস্কার হবার পরদিনই একটি অনলাইন ভিত্তিক চ্যানেলের সাথে সরাসরি স্বাক্ষাৎকার দিতে গিয়ে জামাতকে ‘ক্যানসার’ অ্যাখ্যা দেন তিনি।
গত উপজেলা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে তার সমর্থন দেয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন- ‘উপজেলা নির্বাচনে বিএনপি জামাতের প্রার্থীকে সমর্থন দিয়েছিলো, তখন আমি দেখলাম ‘জামাত তো ক্যানসার’ তখন আমি আলী আহমদকে দাঁড় করালাম। এরপর আলী আহমদকে তো কেউ চিনতো না, শুধুমাত্র আমাকে দেখেই মানুষ ভোট দিয়েছিলো’।
প্রসঙ্গত, শনিবার (১৯ জুন) রাতে দলের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়।
জৈন্তা বার্তা ডেস্ক
জুন / ২১ / ২০২১
১২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ / ২৫ / ২০২৩
০৮:৫০ অপরাহ্ন